শিল্পখাতে অস্থিরতা চলছে: শ্রম উপদেষ্টা
১১ ডিসেম্বর ২০২৪ ২০:২২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২৩:০০
ঢাকা: শিল্পখাতে এক ধরনের অস্থিরতা চলছে বলে উল্লেখ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বিশেষ করে তৈরি পোশাক খাতে এই অস্থিরতা আরও বেশী কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, পতিত সরকার ও তাদের বন্ধুরাষ্ট্র জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে। আবার কিছু সমস্যা শ্রমিকেরা না বুঝে করছেন।
ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে আয়োজিত ‘নাগরিক উৎসবে’ সাবেক এই সেনা কর্মকর্তা ও শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকেরা সমস্যা তৈরি করছেন না। তাদের দিয়ে সমস্যা তৈরি করানো হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক। যারা দেশের বাইরে থেকে অস্থিরতা তৈরির ইন্ধন দিচ্ছে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন এক সময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা এম সাখাওয়াত। এ পর্যন্ত চারটি জাতীয় নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলের সর্বশেষ তিনটি নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, কীভাবে নির্বাচনকে নষ্ট করতে হয়, তা নিয়ে পিএইচডি করতে দেশের বাইরে যেতে হবে না। এই নির্বাচন ছিল গণতন্ত্রের কফিনে শেষ পেরেক। তার পরিণতি ইতোমধ্যে দেখা গেছে। রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করা হয়েছে।
এক সময় বাংলাদেশ ভোট ছিল একটি উৎসব উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন তখনই গ্রহণযোগ্য হয়, যখন তা অংশগ্রহণমূলক হয়। অংশগ্রহণ মানে শুধু রাজনৈতিক দল নয়, ভোটারদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হয়। আগামী নির্বাচন যখনই হোক, তা একটি ব্যতিক্রমী নির্বাচন হবে।
আগামী দিনে যে নির্বাচন হবে, তাতে যারা অংশ নেবেন, তারা নিশ্চয় গত তিনটি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন। যদি শিক্ষা না নেন, তাহলে তা দুর্ভাগ্যজনক। যাতে কারও ভোট ছিনতাই না হয়ে যায়, সে জন্য নাগরিকদের ভোটাধিকার নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মানুষের মধ্যে অধিকার সচেতনতা জাগিয়ে তোলার তাগিদ দিয়ে সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিন বলেন, মানুষের কিছু জন্মগত অধিকার রয়েছে। গণতন্ত্রের চেতনা জাগ্রত থাকলে শাসনতন্ত্র ও আইনের প্রয়োজন হয় না। আর সেই চেতনা মরে গেলে শাসনতন্ত্র ও আইন দিয়েও তা জাগানো যাবে না।
তিনি বলেন, মানুষ এখন স্বাধীনতার যে স্বাদ পাচ্ছে, তা ধরে রাখার জন্য সতর্ক থাকতে হবে। আর সুজন সম্পাদক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বর্তমান পরিস্থিতির জন্য সবার দায় আছে বলে উল্লেখ করেন।
সারাবাংলা/জেআর/এমপি
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শিল্পখাত শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা