বশেমুরবিপ্রবি
শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর বাবা-মাকে গালি দেওয়ার অভিযোগ
১১ ডিসেম্বর ২০২৪ ২০:৪৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২০:৪৮
বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিএমবি বিভাগের শিক্ষক ড. আসলামের বিরুদ্ধে শিক্ষার্থীর বাবা-মাকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীকে সনদ নিতে দিবে না বলেও হুমকি দিয়েছেন শিক্ষক।
এ ঘটনায় বুধবার (১১ ডিসেম্বর) ভুক্তভোগী শিক্ষার্থী রিমন হোসাইন ইমন লিখিত অভিযোগ করেছেন। এতে নিয়মিত অপমানকরাসহ মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়।
রিমন হোসাইন ইমন বিএমবি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ড. আসলাম একই বিভাগের শিক্ষক।
অভিযোগপত্রে রিমন উল্লেখ করেন, ‘ওই শিক্ষক বিভিন্ন সময় তাকে অবমাননাকর মন্তব্য করেন এবং পরীক্ষার প্রস্তুতির সময় নানা বাধা সৃষ্টি করেন। এর ফলে তার মানসিক চাপ বেড়েছে এবং পড়াশোনার ক্ষতি হচ্ছে। এমন আচরণ তার জন্য অপমানজনক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’
ভুক্তভোগী উপাচার্য বরাবর লিখিত আবেদনে জানান, ‘শিক্ষকের এই আচরণে আমার পড়াশোনা এবং দৈনন্দিন জীবন বিপর্যস্ত। আমি অনতিবিলম্বে শিক্ষকের হেনস্তা থেকে মুক্তি চাই।’
অভিযুক্ত শিক্ষক ড. আসলাম বলেন, ‘ওই শিক্ষার্থীর অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। সে নকলবাজ। আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করিনি।’
এ সময় গালির অডিও রেকর্ড আছে জানানো হলে তিনি বলেন, ‘আমাকে বারবার অনৈতিক প্রস্তাব দিয়েছে। ক্লাস না করেও পরীক্ষা দিতে চেয়েছে। এসব কারণে বারবার আসায় আমি হয়তো উত্তেজিত ছিলাম। তবে বাবা-মা তুলে গালির বিষয়টি তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
সারাবাংলা/এসআর