‘অন্তর্বর্তী সরকার বিএনপির ১৬ বছরের আন্দোলন স্বীকার করে না’
১১ ডিসেম্বর ২০২৪ ২১:০৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২২:৫৯
ঢাকা: ‘অন্তর্বর্তী সরকার বিএনপির ১৬ বছরের আন্দোলন স্বীকার করে না’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘অন্তর্বর্তী সরকার বিএনপির ১৬ বছরের আন্দোলন স্বীকার করে না। তারা শুধু জুলাই আন্দোলনের কথা বলে। তবে, এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপির। সে কারণে আমরা এই সরকারকে শুরু থেকে সমর্থন দিয়ে আসছি। আমাদের এই সমর্থন অব্যাহত থাকবে। বর্তমান সরকারকে বুঝতে হবে রাজনৈতিক দলের অকুণ্ঠ সমর্থন ছাড়া তাদের পক্ষেও ভালো কিছু করা সম্ভব হবে না।’
তিনি বলেন, ‘আন্দোলনের ফল সবাই ভোগ করতে পারে না। কতিপয় কয়েকজন তা ভোগ করে। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিএনপির চেয়ে অন্য একটি দলকে বেশি প্রধান্য দেওয়ার চেষ্টা করছে। বিরাজনীতিকরণের প্রক্রিয়া এখনও চলমান, অভিজ্ঞতার বড়ই অভাব এ সরকারের।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভারত আমাদের পানিতে-ভাতে মারতে পারবে না; তারা নিজেরাই মরবে। দেশের শত কোটি টাকা সাশ্রয় হবে আমরা ভারতে না গেলে। তাই ভিসা বন্ধ করায় ভারতকে স্বাগত। তবে, এসব ভেবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। বিএনপির আন্দোলন এখনও চলমান। চারিদিকে ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’
বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দেশে অবৈধ যত ভারতীয় বাসিন্দা আছে, তাদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে। আমরা আশা করব, এ ব্যাপারে আপনারা দ্রুত ব্যবস্থা নেবেন।’
সারাবাংলা/এজেড/পিটিএম
১৬ বছরের আন্দোলন অন্তর্বর্তী সরকার গয়েশ্বর চন্দ্র রায় টপ নিউজ বিএনপি স্বীকার করে না