Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসায় পাশে থাকবে সরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ২২:০৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২২:৫৯

ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, গত জুলাই ও আগস্ট মাসে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকার সবকিছু করবে।

বিদেশে চিকিৎসা কিংবা বিদেশি চিকিৎসক এনে দেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের দাবির প্রেক্ষিতে এমন ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইওএইচ) সম্মেলন কক্ষে আয়োজিত চোখে আঘাতপ্রাপ্ত ছাত্র-জনতার দৃষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এ কর্মশালার আয়োজন করে।

ডা. সায়েদুর রহমান বলেন, ‘সরকার আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কাজ করছে। আমরা আপনাদেরকে আপনাদের দাবি মোতাবেক সব ধরনের চিকিৎসা দেব।’

তিনি বলেন, ‘সরকার খরচ নিয়ে উদ্বিগ্ন নয় এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য যেখানেই নেওয়া দরকার সেখানে নেওয়া হবে। ইতোমধ্যে ১০ জনকে থাইল্যান্ডে ও সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডাটাবেজ চূড়ান্ত করতে বিলম্ব হওয়ায় জুলাই-আগস্ট আন্দোলনের নিহত ও আহতদের আনুষ্ঠানিক স্বীকৃতির প্রক্রিয়া এখনও শেষ হয়নি।

ডা. সায়েদুর রহমান বলেন, ‘সরকার সাড়ে নয় হাজার থেকে ১০ হাজার আহতের নাম পেয়েছে এবং এখন পর্যন্ত তাদের অর্ধেকের তথ্য যাচাই করা সম্ভব হয়েছে। যাচাই শেষ হওয়ার পর আনুষ্ঠানিক স্বীকৃতি এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’

বিজ্ঞাপন

আহতদের স্বীকৃতি ও পুনর্বাসনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘সরকার বিতর্ক এড়ানোর জন্য একটু সতর্কতার সঙ্গে এগোচ্ছে। আন্দোলনে আহতদের তথ্য-উপাত্ত চূড়ান্ত হওয়ার পর তাদের পুনর্বাসনের কাজ শুরু হবে ‘

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

তিনি বলেন, ‘আহতদের মধ্যে কেউ কেউ যে মানসিক আঘাতের মধ্য দিয়ে যাচ্ছিল তা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় মানসিক সহায়তা পাননি। তবে এখন থেকে তারা প্রয়োজনীয় সহায়তা পাবেন।’

কর্মশালায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করবে।’

অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ বলেন, ‘মানসিক স্বাস্থ্য সাধারণত বাংলাদেশে প্রাপ্য গুরুত্ব পায় না। তবে আজকের কর্মশালা একটি ব্যতিক্রম। মানসিক স্বাস্থ্যকে যথাযথ গুরুত্ব দেওয়ার জন্য আমাদের কী উদ্যোগ নেওয়া যেতে পারে তা আমাদের খতিয়ে দেখতে হবে।’

এদিন সম্মিলিত সামরিক হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, এনআইওএইচ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞরা প্যানেল কর্মশালায় উপস্থিত হয়ে আহতদের প্রশ্নের জবাব দেন।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের প্রশ্নের জবাবে প্যানেল সদস্যরা বলেন, তারা আহতদের শরীরে থাকা সকল বুলেট অপসারণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন, তবে কিছু এখনও রয়ে গেছে। তারা আশ্বস্ত করেন যে, গুলিগুলো তাদের কোনো ক্ষতি করবে না।

সারাবাংলা/এসবি/এসআর

আন্দোলনে আহত চিকিৎসায় পাশে থাকবে সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪৪
১১ ডিসেম্বর ২০২৪ ২২:৩৪

আরো

সম্পর্কিত খবর