Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি নিয়োগ পরীক্ষার ফি সর্বোচ্চ ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ২২:২৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০১:৫০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ঢাকা: বিসিএসসহ সবধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করে এ ফি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর সিদ্ধান্ত গত ২৭ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়। এর আগে, বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল ৭০০ টাকা, এটিকে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

২০০ টাকা টপ নিউজ পরীক্ষা ফি সরকারি নিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর