Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে বন্ধ ‘গানবাংলা’র সম্প্রচার

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ২২:৪১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২২:৪৩

গানবাংলা টেলিভিশন

ঢাকা: প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা বকেয়া থাকায় গানবাংলা টেলিভিশনের সম্প্রচার ‘সাময়িকভাবে’ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। বারবার তাগাদা দেওয়ার পরও ওই অর্থ পরিশোধ না করায় স্যাটেলাইট কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। বকেয়া পরিশোধ করা হলে ফের টেলিভিশনটির সম্প্রচার শুরু হবে।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

গায়ক কৌশিক হোসেন তাপস গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান। তাপসের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠতা রয়েছে। ৫ আগস্টের পর গ্রেফতার হয়েছেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে গানবাংলা’র সম্প্রচার বন্ধের সঙ্গে ৫ আগস্টের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন স্যাটেলাইট কোম্পানির সংশ্লিষ্টরা।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির বলেন, ‘গানবাংলার কাছে স্যাটেলাইট কোম্পানির ১ কোটি ৬০ লাখ টাকা পাওনা রয়েছে। প্রতিষ্ঠানটিকে আমরা অনেকদিন ধরে তাগাদা দিয়ে আসছি। আমরা সাময়িকভাবে তাদের সম্প্রচার বন্ধ করে দিয়েছি। বকেয়া পরিশোধ করলে পুনরায় তাদের সম্প্রচার চালু করা হবে।’

তিনি আরও বলেন, ‘চুক্তি অনুযায়ী তারা তিন মাসের বিলের সমপরিমাণ অর্থ ডিপোজিট রেখেছিলেন। সেই অর্থও অনেক আগে শেষ হয়ে গেছে। গত এপ্রিল থেকেই তারা বকেয়া বিল পরিশোধ করছিল না।’
এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘আমরা গানবাংলার অফিসে গিয়েছি। বিভিন্নভাবে যোগাযোগ করেছি। তাপস সাহেব কিংবা তাপস সাহেবের স্ত্রীর সঙ্গে আমাদের কোনোদিন সাক্ষাৎ হয়নি। উনাদের পক্ষে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতেন তাপস সাহেবের বাবা দেলোয়ার হোসেন রাজা। গতকালও উনার সঙ্গে আমাদের কথা হয়েছে। উনাকে বলেছি, আমাদের পক্ষে বকেয়া রেখে এভাবে সেবা দেওয়া সম্ভব নয়। উনি আরও সময় চেয়েছিলেন। আমরা আগেও সময় দিয়েছি। তাই নতুন করে আর সময় দেওয়া সম্ভব হয়নি।’

বিজ্ঞাপন

এদিকে, স্যাটেলাইট কোম্পানি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বার্ডস আই মাস মিডিয়া এন্ড কমিউনিকেশন লিমিটেড (গানবাংলা টেলিভিশন)’-এর সম্প্রচার সেবা অদ্য ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২ ঘটিকায় বিছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার সেবা চালু করা হবে।’

উল্লেখ্য, এর আগে একই কারণে গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন টিভি) সম্প্রচার সেবা বিছিন্ন করা হয়েছে, যা এখনও বলবৎ রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

গানবাংলা টপ নিউজ বন্‌ধ সম্প্রচার

বিজ্ঞাপন

আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪৪
১১ ডিসেম্বর ২০২৪ ২২:৩৪

আরো

সম্পর্কিত খবর