Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিতেই হচ্ছে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪ ২২:৪৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২৩:০৫

সৌদিতে হবে ২০৩৪ বিশ্বকাপ

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য একমাত্র আবেদনকারী দেশ ছিলেন তারাই। অবশেষে আনুষ্ঠানিকভাবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজন হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। একই সাথে ঘোষণা করা হয়েছে ২০৩০ বিশ্বকাপের আয়োজকের নামও। এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ইউরোপ ও আফ্রিকার তিন দেশ মরক্কো, পর্তুগাল ও স্পেন।

২০৩০ বিশ্বকাপের জন্য আফ্রিকা ও ইউরোপের তিন দেশ মিলে যৌথভাবে আয়োজনের জন্য বিড করেছিল আগেই। আফ্রিকার দেশ মরক্কো ও ইউরোপের দুই দেশ পর্তুগাল ও স্পেনই ছিল ২০৩০ বিশ্বকাপের আয়োজনের ফেভারিট। পরবর্তীতে অন্য কোনো দেশ আর বিডে অংশ নেয়নি। তাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় তাদের জিতে যাওয়া এক প্রকার নিশ্চিত হয়েছিল আগেই।

বিজ্ঞাপন

অন্যদিকে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ নিয়ে ছিল সবার আগ্রহ। অস্ট্রেলিয়া ও সৌদি আরবের মাঝে চলছিল মূল লড়াই। বিশ্বকাপ আয়োজন করতে জোরেশোরে প্রচারণা চালিয়েছেন সৌদি। সৌদি প্রো লিগে রোনালদোর মতো ফুটবলারদের এনে সেই পালে আরও হাওয়া দিয়েছেন তারা। তবে মানবাধিকার সংস্থা থেকে শুরু করে অনেকেই সৌদিতে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে মতামত দিয়েছিলেন।

গত অক্টোবরে আয়োজক দেশ হওয়ার দৌড় থেকে নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। এতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় সৌদির আয়োজক হওয়া। আজ এক ভার্চুয়াল ঘোষণায় ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হচ্ছে সৌদি। ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে একটি করে ম্যাচ। আর এতেই নতুন ইতিহাস গড়বে বিশ্বকাপ। প্রথমবারের মতো তিন মহাদেশ মিলিয়ে আয়োজিত হবে ২০৩৪ বিশ্বকাপ।

বিজ্ঞাপন

এছাড়াও ২০২৭ সালের নারী বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে ব্রাজিলের নাম।

সারাবাংলা/এফএম

২০৩৪ বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ সৌদি আরব

বিজ্ঞাপন

আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪৪
১১ ডিসেম্বর ২০২৪ ২২:৩৪

আরো

সম্পর্কিত খবর