Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভাসানী ছিলেন আপসহীন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ২৩:২৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: নিপীড়িত-নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবসময় আপসহীন নেতৃত্বের ভূমিকায় ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘ব্রিটিশ আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতাত্তোর বাংলাদেশে সব স্বৈরশাসকের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানীর অবদান স্মরণীয়। তিনি আজীবন শোষকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। নিপীড়িত-নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সব সময় ছিলেন আপসহীন নেতৃত্বের ভূমিকায়।’

তিনি বলেন, ‘দেশ ও জনগণের জন্য নিবেদিতপ্রাণ আব্দুল হামিদ খান ভাসানীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা আমাদের চিরদিন একটি শক্তিশালী এবং আত্মনির্ভশীল দেশ ও সমাজ বিনির্মাণে প্রেরণা ও উৎসাহ যোগাবে। তার প্রদর্শিত পথ ধরে চলতে পারলেই বহুদলীয় গণতন্ত্রের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে কোনো কঠিন বাধাই আমাদের পথ আগলাতে সক্ষম হবে না।’

সারাবাংলা/এজেড/পিটিএম

আপসহীন টপ নিউজ তারেক জিয়া মওলানা ভাসানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর