Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি ৭৯ জেলে-নাবিককে ভারতে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঢাকা: বাংলাদেশি ৭৯ জন জেলে ও নাবিককে দু’টি ফিশিং বোর্ডসহ সুন্দরবন এলাকা থেকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১০ ডিসেম্বর দুপুরের দিকে ভারতীয় কোস্টগার্ড সুন্দরবন এলাকা থেকে ৭৯ জন বাংলাদেশি জেলে ও নাবিকসহ এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামক দুটি অত্যাধুনিক ফিশিং বোর্ড অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে। বাংলাদেশের সমুদ্র এলাকা থেকে বাংলাদেশি জেলে ও নাবিক ধরে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ভারতের এই উসকানিমূলক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নিরাপত্তার ওপর এক মারাত্মক হুমকি। অবিলম্বে এ ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বাংলাদেশি জেলে ও নাবিকদের ফিশিং বোর্ডসহ বাংলাদেশে ফেরত আনার লক্ষ্যে অবিলম্বে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সেইসঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা পদক্ষেপ নেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সারাবাংলা/জিএস/পিটিএম

জেলে-নাবিক বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর