Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের জীবনাবসান

সারাবাংলা ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৭

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম আর নেই করেছেন। গত সোমবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকায় একটি বেসরকারি হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আব্দুল হাকিমের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাকে কুমিল্লার দেবীদ্বার থানার গজারিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন আত্মীয়-স্বজনরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। তিনি বায়েস কমান্ডার নামে পরিচিত ছিলেন। এছাড়া, তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন।

সারাবাংলা/পিটিএম

আব্দুল হাকিম জীবনাবসান বীর মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর