Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
৫ গোলের রোমাঞ্চে ডর্টমুন্ডকে হারাল বার্সা

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৯:১৩

তোরেসের জোড়া গোলে বার্সার জয়

লা লিগায় একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে বিপর্যস্ত ছিলেন তারা। চ্যাম্পিয়নস লিগে অবশ্য দেখা গেল ভিন্ন বার্সেলোনাকেই। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক লড়াইয়ে অন্তিম মুহূর্তে ফেরান তোরেসের গোলে ৩-২ ব্যবধানের দুর্দান্ত এক জয় পেয়েছে কাতালানরা।

সিগনাল ইদুনা পার্কে জমজমাট এক লড়াইয়ে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। ম্যাচের শুরুতেই দারুণ দুটি সুযোগ এসেছিল বার্সার রাফিনহার সামনে। ৩ ও ৫ মিনিটের দুটি সুযোগই নষ্ট করেন তিনি। এরপর সুযোগ এসেছিল লামিন ইয়ামালের সামনেও। ডর্টমুন্ডও বার্সা রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে বেশ কয়েকবার। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না দুই দলের কেউই। প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্যভাবেই।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড। তবে অফসাইডের কারণে বাতিল হয় গুইরাসির গোল। অবশেষে ৫২ মিনিটে ডেডলক ভাঙে বার্সাই। দানি অলমোর অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন রাফিনহা। বার্সার এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬০ মিনিটের মাথায় পেনাল্টি পায় ডর্টমুন্ড। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান গুইরাসি।

৭৫ মিনিটে লিড ফিরে পায় কাতালানরা। ফেরান তোরেসের গোলে উল্লাসে মাতে বার্সা। তবে ৩ মিনিটের মাথায় আবার সমতা আনে ডর্টমুন্ড। এবারও বল জালে জড়িয়েছেন গুইরাসি।

২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল দুই দলই। তবে সব হিসাব নিকাশ পালটে দেন তোরেস। শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে ইয়ামালের দারুণ এক অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করে বার্সার দুর্দান্ত জয় নিশ্চিত করেন তোরেস।

৩-২ গোলের জয় নিয়েই বাড়ি ফিরছে বার্সা। এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসে সরাসরি শেষ ১৬তে খেলা অনেকটাই নিশ্চিত করেছেন ইয়ামালরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ ফেরান তোরেস বরুশিয়া ডর্টমুন্ড বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর