Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৮

নৌঘাটের ফেরি। ফাইল ছবি


মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা -কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত মধ্যরাত থেকে পদ্মা যমুনা কুয়াশার আবরণে ঢেকে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, বুধবার (১১ ডিসেম্বর) মধ্যরাত বারোটা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নদীর চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে আরিচা- কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে হামিদুর রহমান ও কিষানী নামের দুটি ফেরি আটকে পড়ে।

বিজ্ঞাপন

এদিকে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় রাত তিনটায় বন্ধ রাখা হয়েছে পাটুরিয়া দৌলোদিয়া নৌ রুটের ফেরি চলাচল। এ সময় আটকে পড়ে শাহ পরান ও এনায়েতপুরী নামের দুটি রো রো ফেরি।

ফেরি পারাপার বন্ধ হওয়া উভয় নৌরুটের চারটি ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে।

বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা জানান, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

সারাবাংলা/এনজে

কুয়াশা ফেরি বন্‌ধ

বিজ্ঞাপন

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর