ইসলামী আন্দোলনের সহ-প্রচার সম্পাদক হলেন শহিদুল ইসলাম
১২ ডিসেম্বর ২০২৪ ১০:৩৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১১:৪২
ঢাকা: বিশিষ্ট সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব শাহিদুল ইসলাম কবির ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) তাকে এ পদে মনোনীত করা হয়।
শহিদুল ইসলাম কবির এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপ কমিটির সহকারী সমন্বয়ক, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি এবং ইসলামী কৃষক মজুর আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বর দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি মাসিক ‘মদিনার পয়গাম’র সম্পাদক, ইসলামি পত্রিকা পরিষদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ভান্ডারিয়া কল্যাণ সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শহিদুল ইসলাম কবির শুধুমাত্র একজন গণমাধ্যম ব্যক্তিত্ব নন, তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তানও। দেশপ্রেম, সততা এবং মানবতার আদর্শ সবসময়ই গুরুত্ব পায় তারা কাছে। তিনি সবসময় হাস্যোজ্জ্বল এবং মিষ্টভাষী, যার মাধ্যমে সহজেই সকলের মন জয় করেন।
সারাবাংলা/এজেড/ইআ