Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাগিং, চুয়েটের ১১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১২:৫০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৮

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক মো. মাহবুবুল আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর রাতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। তারা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৭৮তম সভায় ওই ১১ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য সব একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত শিক্ষার্থীরা ছয় মাস কোনো আবাসিক হলেও অবস্থান করতে পারবেন না। তবে তারা চাইলে আগামী ১৫ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিল করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক মো. মাহবুবুল আলম সারাবাংলাকে বলেন, ‘শিক্ষার্থী র‍্যাগিংয়ের অভিযোগের সত্যতা পাওয়ার পর স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কারের আগে তাদের শোকজ দেওয়া হয়েছিল। তাদের ব্যক্তিগত শুনানি পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সারাবাংলা/আইসি/ইআ/আরএস
বিজ্ঞাপন

শততম টেস্টে মুশফিক অপরাজিত ৯৯
১৯ নভেম্বর ২০২৫ ১৬:৫৫

আরো