সাবেক মেয়র ও চেয়ারম্যানের মাছের ঘেরে লাল পতাকা
১২ ডিসেম্বর ২০২৪ ১৭:২৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১
বেনাপোল: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুরে সাবেক মেয়র ও চেয়ারম্যানের দখলে থাকা ৩০০ বিঘা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসময় ওই জমিতে বাঁশের খুঁটি পুতে লাল পতাকা দিয়ে সীমানা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অবৈধ দখলে থাকা খাস জমি উদ্ধার করা হয়।
বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান অবৈধভাবে ওই খাস জমি দখল করে মাছের ঘের গড়ে তোলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৩৬ নম্বর বাহাদুরপুর মৌজায় ৩টি দাগে বেনাপোল পৌরসভার সাবেক ওই মেয়র ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি ৩০০ বিঘা জমি দখলে নিয়ে বিশাল মৎস্য ঘের করে ব্যবসা করে আসছিলেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. কাজী নাজিব হাসান সরকারি ভূমি উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে সরকারি জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন।
সব ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসআর