Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে চলতি বছর হত্যার শিকার ৫৪ সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৮

২০২৪ সালে সবচেয়ে বেশি সাংবাদিক হত্যার শিকার হয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে।

বিশ্বে ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা হত্যার শিকার হয়েছেন এক-তৃতীয়াংশ সাংবাদিক।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রিপোর্টারস উইথআউট বর্ডারের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য ওঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ৫৪ সাংবাদিকের মধ্যে ১৮জন সাংবাদিক নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনী দ্বারা। যাদের ১৬জন নিহত হয়েছেন গাজায় এবং দুইজন নিহত হয়েছেন লেবাননে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত পাঁচ বছরের তথ্য থেকে জানা যায়, ফিলিস্তিন সারাবিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হয়ে ওঠেছে। যে কোনো দেশের তুলনায় সবেচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে ফিলিস্তিনে।

এরই মধ্যে সংস্থাটি সাংবাদিকদের হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চারটি অভিযোগ দায়ের করেছে।

বলা হয়েছে, ২০২৩ সালের ২৩ অক্টোবরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ১৪৫জনের বেশি সাংবাদিকে হত্যা করেছে। তাদের মধ্যে ৩৫ জনকে হত্যা করা হয়েছে দায়িত্বপালনকালে।

যদিও গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি গাজায়।

সাংবাদিক হত্যার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। তবে তারা জানিয়েছে, সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলায় কয়েকজন সাংবাদিক নিহত হয়েছে।

ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মার্সার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা এই পরিসংখ্যান গ্রহণ করি না।’

সাংবাদিক হত্যার তালিকায় গাজার পরে অবস্থান করছে পাকিস্তান। সেখানে সাতজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। পরে বাংলাদেশ এবং মেক্সিকোতে পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

সাংবাদিক সাংবাদিক হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর