Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসিম-শাওন-ইব্রাহিমসহ সাবেক ৫ এমপির বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৩

সংসদ সদস্য নাসিম, শাওন ও ইব্রাহিম ও তার পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ঢাকা: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী পাঁচ সংসদ সদস্য নাসিম, শাওন ও ইব্রাহিম ও তার পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের নতুন কমিশন এই নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে তারা হলেন, ফেনী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা ৩ আসনের সাবেক সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, নোয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও লক্ষীপুর-২ আসনের নুরউদ্দিন চৌধুরী নয়ন। একইসঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর