অংশীদারদের মুনাফার ১০% দিল কেডিএস এক্সেসরিজ
১২ ডিসেম্বর ২০২৪ ১৭:২১
চট্টগ্রাম ব্যুরো: ৩৩তম বছরে শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে কেডিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘কেডিএস এক্সেসরিজ লিমিটেড’।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত ৩৩তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশের পাশাপাশি চলতি বছরের ৩০ জুন কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক নিয়োগ এবং পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান।
স্বাগত বক্তব্যে চেয়ারম্যান তিনি শেয়ার হোল্ডারদের সর্বাত্মক সহযোগিতায় কেডিএস এক্সেসরিজ লিমিটেড আগামীতে আরও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেবাশীষ দাশপাল ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরে সভার কার্যক্রম শেষ করেন।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বাধীন পরিচালক অধ্যাপক সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী, প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাশপাল, প্রধান হিসাব কর্মকর্তা বিপ্লব কান্তি বণিক এবং সচিব মোহাম্মদ ইলিয়াছ উপস্থিত ছিলেন।
কেডিএস এক্সেসরিজ কার্টন, লেবেল, ইলাস্টিক ও ন্যারো ফ্যাব্রিকস, অফসেট প্রিন্টিং, হিট ট্রান্সফার, বাটন, গামটেপ, হ্যাঙ্গার উৎপাদন করে।
সারাবাংলা/আরডি/ইআ