Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলিভিশন বিস্ফোরণের পর ঘরে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক বসতঘরে টেলিভিশন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে বিভিন্ন আসবাব পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে নগরীর পাহাড়তলী থানার ঝাউতলা মাজার গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘরের বিভিন্ন আসবাব পুড়ে গেছে।

তদন্তে ফায়ার সার্ভিস জানতে পেরেছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বসতঘরে শো-কেসের ওপর রাখা টেলিভিশনটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়। এতে ঘরের ভেতর আগুন ধরে যায়। তবে ঘরের সদস্যরা দ্রুত বেরিয়ে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম টেলিভশন বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর