Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইটওয়াশ বাঁচাতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪ ১৯:০৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২১:২২

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। হোয়াইটওয়াশ বাঁচাতে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে মেহেদি মিরাজের দল। সেন্ট কিটসে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

আগের দুই ম্যাচে হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। বাদ পড়েছেন তানজিম সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

সিরিজ আগেই নিশ্চিত করায় শেষ ম্যাচে তিন পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজও। আজ অভিষেক হচ্ছে আমির জাঙ্গো ও জেডিয়া ব্লেডসের। একাদশে এসেছেন আলজারি জোসেফও। বাদ পড়েছেন এভিন লুইস, জাস্টিন গ্রিভস ও মারকুইনো মিন্ডলে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আমির জাঙ্গো, কেসি কার্টি, আলিক আথানজে,  শেই হোপ (অধিনায়ক), শারফেইন রাদারফোর্ড, , রস্টন চেইস, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, আলজারি জোসেফ, জেডিয়া ব্লেডস।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর