Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারা কি ৫ আগস্টের প্রমত্ত ঢেউ দেখেনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৯:০২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২১:২২

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তারা (ভারত) কি ৫ আগস্টের লাখ লাখ মানুষের প্রমত্ত ঢেউ দেখেনি? যেটি দেখে শেখ হাসিনা এমনকী ইউনিফর্মধারী বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখার পর তারা (ভারত) কীভাবে হিসাব করে যে, বাংলাদেশ দখল করতে কতদিন লাগবে!

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

‘পতিত স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমের অবিরাম মিথ্যা প্রচারণা এবং ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

মেজর হাফিজ বলেন, ‘‘ভারতের মনটা অনেক ক্ষুদ্র। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা (ভারত) বিষিয়ে তুলেছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আজ তাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল পর্যন্ত তাদের বিরুদ্ধে। কারণ, তারা (ভারত) দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়। এটা তো একবিংশ শতাব্দীর মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। কিন্তু ভারতীয় মিডিয়া কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যে, এখানে (বাংলাদেশে) হিন্দুদের ওপর অন্যায়-অবিচার করা হচ্ছে। এ ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে, বাংলাদেশের মানুষ একপেশে, বাংলাদেশে কারও জীবন নিরাপদ নয়।’’

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/আরএস

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে ওএমএস সেবা
২১ জানুয়ারি ২০২৫ ১৪:১৬

আরো

সম্পর্কিত খবর