Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্পেশাল করসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৯:০৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২২:২১

তিতাস গ্যাস।

ঢাকা: শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবরসহ বেশ কিছু এলাকায় ছয় ঘণ্টা গ্যাস থাকবে না। জিটিসিএলের আমিনবাজার সিজিএস-এ মোডিফিকেশন কাজের জন্য সাময়িক এ অসুবিধা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

যেসব এলাকায় গ্যাস থাকবে না

সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এবং ঢাকা মহানগরীর সমগ্র মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারিবাগ, কামরাঙ্গির চর, কেরাণীগঞ্জ (খোলামোড়া হতে কলাতিয়া, হযরতপুর পর্যন্ত), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এলাকায় শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এর পাশাপাশি এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের লাইনে স্বল্পচাপ থাকবে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সারাবাংলা/জেআর/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর