Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লটারিতে বদলি শতাধিক কর্মকর্তার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৯:৫০

চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উন্মুক্ত লটারির আয়োজন করা হয়।

চট্টগ্রাম ব্যুরো: লটারির মাধ্যমে সরকারি কর্মকর্তাদের পদায়ন-বদলি করে ব্যতিক্রম নজির স্থাপন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে তিন বছর অতিক্রম করেছে এমন ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী ও ৭৮ জন উপ-সহকারী কর্মকর্তা এ লটারির মাধ্যমে পদায়ন পেয়েছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘আমরা চেষ্টা করেছি পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে। সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে এ পদায়ন করা হল। আমরা আশা করছি পদায়িত কর্মকর্তারা মানুষকে আন্তরিকতার সাথে সেবা দেবেন।’

এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক ও সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/এইচআই

চট্টগ্রাম রাজস্ব প্রশাসন লটারিতে বদলি

বিজ্ঞাপন

লটারিতে বদলি শতাধিক কর্মকর্তার
১২ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর