Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের নির্বাচিতদের সংবর্ধনা

সারাবাংলা ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪ ২০:৫২

ঢাকা: ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের (সিবিএ) নির্বাচিতদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে নব-নির্বাচিত কমিটির সংবর্ধনার আয়োজন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

বিজ্ঞাপন

সিবিএ-এর নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ইসহাক খান সালাম।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়ন (সিবিএ)-এর নির্বাচনে ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি মোহাম্মদ নুরুল হক, সাধারণ সম্পাদক মো. ইসহাক খান সালাম, সহ-সভাপতি মো. ফারুক হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়েদুল্লাহ চৌধুরী, প্রচার সম্পাদক মো. ইলিয়াস শিকদার ও অফিস সম্পাদক পদে মো. আম্মার হোসাইন নির্বাচিত হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

সারাবাংলা/এসআর

ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়ন সংবর্ধনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর