দুর্দান্ত মাহমুদউল্লাহ-জাকেরে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
১২ ডিসেম্বর ২০২৪ ২৩:৩১ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ০০:১৪
ব্যর্থ ওপেনার তানজিদ হাসান তামিম। লিটন দাস আজ রানের খাতাও খুলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের শুরুটা হলো দুঃস্বপ্নের। সেখান থেকে সত্তর পেরোনো দুটি ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে দিলেন সৌম্য সরকার আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর মাহমুদউল্লাহ-জাকের আলীর রেকর্ড ১৫০ রানের জুটিতে ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২১ রান করেছে বাংলাদশ।
সব মিলিয়ে উইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এটি। একই সাথে বাংলাদেশকে এই সংগ্রহ এনে দেয়ার পথে মাহমুদউল্লাহ-জাকের মিলে গড়েছেন ক্যারিবিয়ানদের বিপক্ষে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডও। শেষ দশ ওভারে দুজনের ব্যাটিং তাণ্ডবে ১০৫ রান তুলেছে বাংলাদেশ।
টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ১৭১ রানে পাঁচ উইকেট হারানোর পর দুজন মিলে গড়েন এই জুটি। দুর্দান্ত সব স্ট্রোকপ্লেতে ঝড় বইয়ে দিয়েছেন ক্যারিবিয়ান পেসারদের ওপর। পুল, হুকে দুজনই দেখিয়েছেন নিজেদের দক্ষতা। সিরিজে টানা তৃতীয় ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ। ৪৮ বলে নিজের ৩২তম ফিফটি ছোঁয়ার পর ইনিংস শেষ করেছেন ৬৩ বলে ৮৪* রানে অপরাজিত থেকে। সাত চারের সাথে মেরেছেন চারটি ছক্কাও। প্রথম ওয়ানডে ফিফটি ছোঁয়া জাকের খেলেছেন ৫৭ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস। মাহমুদউল্লাহ দারুণ সঙ্গ দেয়া এই ডানহাতি ইনিংস সাজান পাঁচ চার ও দুই ছক্কায়।
নেমে তৃতীয় ওভারেই আলজারি জোসেফকে পুল করতে গিয়ে ক্যাচ দেন আগের ম্যাচে ৪৬ রানের ইনিংস খেলা তানজিদ। নিজেকে হারিয়ে খোঁজা লিটন এক বল পরেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। তৃতীয় উইকেটে সৌম্যকে সাথে নিয়ে সেই ধাক্কা সামলে উঠেন মিরাজ। গড়েন ১৩৬ রানের জুটি। উইন্ডিজের বিপক্ষে তৃতীয় উইকেটে যেটা বাংলাদেশের দ্বিতীয় সর্ব্বোচ্চ ও তাদের মাঠে সর্ব্বোচ্চ জুটির রেকর্ড।
মিরাজ উইকেটে গিয়েই শুরু করেন শট খেলা। রানের খাতা খুলেন অভিষিক্ত জেডিয়া ব্লেডসকে চার মেরে। এই বাঁহাতি পেসারের ওপর দিয়েই বয়ে গেছে মিরাজের তোপ।
তার সাথে সৌম্যও তাল মিলিয়ে শট খেলেছেন উইকেটের চারপাশে। ক্যারিবিয়ান পেসারদের টানা বাউন্সারগুলোতে নিজের প্রিয় শট ‘পেরিস্কোপ’ খেলেছেন অনায়াসে। কভার ড্রাইভ কিংবা উইকেট ছেড়ে বেরিয়ে এসে তুলে মারা; সবকিছুতেই দেখিয়েছেন মুন্সিয়ানা। তবে জীবন পেয়েছিলেন রানের খাতা খোলার আগেই। স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান এই বাঁহাতি ওপেনার। ব্যক্তিগত ৪২ রানে লং অনে তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেও সেটা মিস করেন ক্যারিবিয়ান ফিল্ডার।
দুইবার জীবন পেয়ে সেটা কাজে লাগিয়ে পেয়েছেন ১৩তম ফিফটি। সাবলীল ব্যাটিংয়ে এগোচ্ছিলেন সেঞ্চুরির পথেই। কিন্তু ইনিংসের ২৪তম ওভারে গুদাকেশ মোতির বলের টার্নে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন তিনি, রিভিউ নিয়েও রক্ষা পাননি। ৭৩ বলে ৭৩ রানের ইনিংসে খেলেন তিনি ছয়টা চার আর চারটি ছক্কার মারে।
ষষ্ঠ ওয়ানডে ফিফটি করা মিরাজ ফিরেছেন শারফেন রাদারফোর্ডের দুর্দান্ত এক থ্রোতে রান আউট হয়ে। রোমারিও শেফার্ডের বলে পয়েন্টে ঠেলে মিরাজের ডাকে সিংগেল নিতে চান আফিফ। কিন্তু দারুণ সেই থ্রোতে স্টাম্প ভাঙে, ফিরতে হয় মিরাজকে ৭৩ বলে ৭৭ রানের ইনিংস খেলে। আট চার আর দুই ছক্কা মারেন ডানহাতি এই ব্যাটার।
সবচেয়ে বেশি ঝড় বয়ে গেছে অভিষিক্ত ব্লেডসের ওপর দিয়ে। বাংলাদেশি ব্যাটারদের কাছ থেকে দশ চার আর দুই ছক্কা হজম করে ছয় ওভারে দিয়েছেন ৭৩ রান। সফল বোলার বলা চলে আলজারি জোসেফকে। কোটার দশ ওভারে এক মেইডেনসহ ৪৩ রানে নেন দুই উইকেট।
সারাবাংলা/জেটি
জাকের আলী অনিক বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর মাহমুদউল্লাহ রিয়াদ