Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের কোচের পদ ছাড়লেন গিলেস্পি

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ০৯:৪১

কোচের পদ ছাড়লেন গিলেস্পি

পাকিস্তানের লাল বলের কোচের পদ ছাড়তে পারেন তিনি, গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। সেই শঙ্কা সত্যি করে শেষ পর্যন্ত কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জেসন গিলেস্পি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই দায়িত্ব ছাড়লেন তিনি।

এই বছরের শুরুতে দুই বছর মেয়াদে টেস্টের জন্য গিলেস্পিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। তবে কোচ হওয়ার পর থেকেই বোর্ডের সাথে সম্পর্কটা ভালো কাটছিল না এই সাবেক অজি পেসারের। পিসিবির নানা সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষোভের কথাও জানিয়েছিলেন তিনি। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বোর্ডের সাথে নিজের দ্বন্দ্বের কারণেই পদত্যাগের আভাস দিয়েছিলেন গিলেস্পি।

বিজ্ঞাপন

কিছুদিন আগে পাকিস্তানের ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন গ্যারি কার্সটেন। তার বিদায়ের পর থেকে গিলেস্পির বিদায় শুধু সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে সরে দাঁড়ালেন গিলেস্পি।

পিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে থাকছেন না গিলেস্পি। কার্সটেনের বিদায়ের পর সাদা বলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিক সাবেক পাকিস্তান কিংবদন্তি আকিব জাভেদকে। এবার গিলেস্পির বিদায়ের পর টেস্ট ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদকে।

২৬ ডিসেম্বর থেকে শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ।

সারাবাংলা/এফএম

জেসন গিলেস্পি পাকিস্তান

বিজ্ঞাপন

বগুড়া মুক্ত হয়েছিল এ দিন
১৩ ডিসেম্বর ২০২৪ ০৯:১৫

আরো

সম্পর্কিত খবর