Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১১:৪৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯

ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়ে পড়েছে।

রাজশাহী: রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা কমে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নামে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়তে থাকে।

এরআগে বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ১৩ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ১৪ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিসের হিসেবে, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তা মৃদু শৈত্যপ্রবাহ। এ ছাড়া ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী রাজশাহীতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।

এই মৃদু শৈত্যপ্রবাহেই রাজশাহীতে বেশ শীত অনুভূত হচ্ছে। ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শুক্রবার সূর্যের দেখা মিললেও উষ্ণতা না থাকায় নগরীতে মানুষের চলাচলও কিছুটা কমে আসে। শনিবারও তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কোনো কারণে তাপমাত্রা না কমলেও মৃদু শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

সারাবাংলা/এমপি

মাঝারি শৈত্যপ্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা

বিজ্ঞাপন

‘১৪ ডিসেম্বর একটি বেদনাময় দিন’
১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:২৬

আরো

সম্পর্কিত খবর