নবাবগঞ্জে মাদকদ্রব্যসহ ব্যবসায়ী গ্রেফতার
১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:২২
দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে ৬০৫ পিচ ইঞ্জেকশনের এম্পল বুপ্রিনরফিনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
উপজেলার পুটিমারা ইউনিয়নের দলারদরগা বাজার এলাকা হতে হাকিমপুর উপজেলার মো: ইয়াকুব আলী (৫৫) ৬০৫ পিস মাদকদ্রব্য জাতীয় ইঞ্জেকশনের এম্পল বুপ্রিনরফিন সহ হাতেনাতে মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় নবাবগঞ্জ থানার এসআই বেলাল ও এসআই লিটু সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দলারদরগা বাজারে অভিযান চালিয়ে ৬০৫ পিস মাদকদ্রব্য জাতীয় ইঞ্জেকশনের এম্পল বুপ্রিনরফিন সহ হাতেনাতে মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত বিধি ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
সারাবাংলা/এনজে