রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় ইব্রাহিম (৮০) নামে এক পাহারাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে কিল-ঘুষি মেরে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ইব্রাহিম উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় পুড়াপুকুর গ্রামের বাসিন্দা। তিনি মাছ চাষ করা ওই পুকুর পাহারা দিতেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক বলেন, নিহত ইব্রাহিমের শরীরে কিল-ঘুষির আঘাত রয়েছে। পুকুর থেকে মাছ চুরি করতে আসা চোরের দল পাহারাদার ইব্রাহিমকে পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।