Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ট্রোক করে থাকতে পারেন হেলাল হাফিজ: পুলিশ

স্পেশাল করসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ২০:২৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ২০:২৬

কবি হেলাল হাফিজ।

ঢাকা: কবি হেলাল হাফিজ শাহবাগ এলাকায় একটি সুপার হোস্টেলের ওয়াশরুমে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। সেখান থেকে পুলিশ উদ্ধার করে পাশ্ববর্তী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে শাহবাগ থানা পুলিশ সুপার হোম হোস্টেল থেকে ফোন পেয়ে কবি হেলাল হাফিজের মরদেহ উদ্ধার করে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খলিল মনসুর বলেন, ‘শাহবাগের ওই হোস্টেলের একটি কক্ষে থাকতেন কবি হেলাল হাফিজ। আজ দুপুরে তিনি হোস্টেলের একটি কমন ওয়াশরুমে যান। অনেকক্ষণ হলেও তিনি ওয়াশরুম থেকে বের হচ্ছিলেন না। পরে হোস্টেলের অন্য রুমের সদস্যরা ওয়াশরুমের সামনে এসে ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। পরে তারা বাধ্য হয়ে ওয়াশরুমের দরজা ভাঙেন। দরজা ভেঙে দেখতে পান কবি হেলাল হাফিজ ওয়াশরুমের মেঝেতে পড়ে রয়েছেন এবং তার মাথা ফেটে অনেক রক্ত বের হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা স্ট্রোক বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে তিনি বাথরুমে পড়ে যান। বাথরুমের বেসিনটিও ভাঙা ছিল। আমাদের ধারণা– তিনি বেসিনের ওপর পড়ে যান। তখন বেসিন ভেঙে যায় এবং উনার মাথা ফেটে যায়। এরপরেও আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’

কবি হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুলশিক্ষক আর মা কোকিলা বেগম গৃহিণী।

কবি হেলাল হাফিজ অনেকটা বোহেমিয়ান জীবন কাটালেও সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন।

সারাবাংলা/ইউজে/এইচআই

কবি হেলাল হাফিজ হেলাল হাফিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর