‘নতুন বাংলাদেশের লড়াই শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্নের ধারাবাহিকতা’
১৪ ডিসেম্বর ২০২৪ ০৯:২৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১২:০৬
ঢাকা: ছাত্র-জনতার গণআন্দোলনের পথ ধরে নতুন বাংলাদেশের লড়াইকে একাত্তরের শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্নের ধারাবাহিকতা বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই মিলে এগিয়ে যাচ্ছি, শহিদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল নতুন বাংলাদেশের এই লড়াই তারই ধারাবাহিকতা (কন্টিনিউয়েশন)। তার আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা যে জন্য লড়াই করেছেন, যে জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যয়েই আমরাও এগিয়ে যাচ্ছি।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও তার টিমে আমরা যারা আছি, আমরা শহিদ বুদ্ধিজীবীদের যে আদর্শ, তাদের যে লড়াই, সেটাকে ধারণ করি। ঠিক একাত্তরে তাদের ‘ঠক ঠক’ করে ধরে নিয়ে গিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাইয়ে দেখেছি। আপনারা দেখেছেন, যে ছয়জন শীর্ষ ছাত্রনেতা, তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল।
‘অনেক ছেলে তাদের উত্তরসূরীদের জন্য লিখে গেছে। ছোট বাচ্চা আহনাফ, ওরাও মায়ের কাছে চিঠি লিখেছে যে তারা লড়াই করতে যাচ্ছে। পুরো জুলাই গণআন্দোলনে যারা ছিলেন, তারা প্রকৃতপক্ষে শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করেই তাদের স্বপ্নের দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি,’— বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
এর আগে সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও পরে ৭টা ১৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর উপদেষ্টা পরিষদের সদস্য, শহিদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় শহিদ বুদ্ধিজীবীদের প্রতি। পাশাপাশি রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে আপামর জনতা ছুটে এসেছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে।
সারাবাংলা/এনআর/টিআর
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শহিদ বুদ্ধিজীবী দিবস শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ