ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ
১৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৬
নরসিংদী: প্রতিবেশী দেশ ভারতের আগ্রাসন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোহরদী উপজেলা বিএনপি।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে মনোহরদী উপজেলা বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল খালেক ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।
পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল মনোহরদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় দিল্লি না ঢাকা, আমি কে তুমি কে? বাঙালি বাঙালিসহ স্লোগানে দেওয়া হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভারতের সাথে প্রভু নয় বন্ধুত্বের সম্পর্কের আহ্বান জানান। সেইসঙ্গে ভারতের আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনারের কার্যালয়ে হামলা-ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননার তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি উগ্রবাদীদের বাংলাদেশের দাঙ্গা লাগানোর উস্কানির বিরুদ্ধে হুঁসিয়ারি উচ্চারণ করা হয়।
সারাবাংলা/এমপি