Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র আন্দোলনে হত্যা মামলায় যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ২০:০৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২২:২৪

ঢাকা: রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের পাঁচ নেতা–কর্মীকে গ্রেফতার করেছে পল্লবী থানা–পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পল্লবী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মামুন (৩৫), ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. সাজু (৩৪), ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. সৈকত ইসলাম (১৯), আওয়ামী লীগ কর্মী মো. বাচ্চু ব্যাপারী (৬০) ও রাজু (৫২)।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ কমিশনার তালেবুর রহমান বলেছেন, গ্রেফতার ব্যক্তিদের পল্লবী থানার পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ এলাকায় আবু তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। এ সময় রাস্তা পার হতে গিয়ে আকরাম খান নামের এক ব্যক্তি গুলিতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ফারুক খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়।

পুলিশ জানায়, ওই মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার রাতে মিরপুর ১১ নম্বর এলাকা থেকে আকরাম খান হত্যা মামলায় জড়িত আসামি মামুন ও সাজুকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে মিরপুর-১০ এলাকার পপুলার-২ ডায়াগনস্টিক সেন্টারের সামনে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন মো. আবিদ। এ সময় দেশীয় অস্ত্র, পিস্তলসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। এ সময় আবিদের ডান চোখে গুলি লাগলে তিনি গুরুতর আহত হন। পরবর্তী সময়ে তাঁকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী আবিদের ভাই জিন্নাত সাঈদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর পল্লবী থানায় একটি মামলা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে পল্লবীর আদর্শনগর এলাকা থেকে সৈকত, বাচ্চু ও রাজুকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এসএসআর/এমপি

আওয়ামী লীগের পাঁচ নেতা–কর্মী গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর