Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর-কনে পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ২২:৩৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২২:৩৮

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় বৌভাতের অনুষ্ঠানে অতিরিক্ত মেহমান আসাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরের মা ফিরোজা খাতুনসহ উভয়পক্ষের দশজন আহত হয়েছেন। এতে পণ্ড হয়ে যায় বৌভাতের আয়োজন।

শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার নাগরৌহা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত অন্যরা হলেন- সবুজ হোসেন (৩০), ইমরান হোসেন (১৮), শহিদুল ইসলাম (৪০), আহত আরও ছয়জনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাগরৌহা গ্রামের নুরুল হকের ছেলে ফয়সাল আহমেদের সঙ্গে একই উপজেলার মাগুড়া ডাঙা গ্রামের নিদান প্রামাণিকের কন্যা আঁখী খাতুনের বিয়ে হয়। শনিবার বরের বাড়ি বৌভাতের অনুষ্ঠানে কনের পক্ষের ৩৫ জনের জায়গায় ৭০ জন আসায় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরের বাবা নুরুল হক জানান, কনে পক্ষের লোকজন খাওয়ার সময় পরিকল্পিতভাবে বিবাদের সৃষ্টি করে। এতে তাদের ৭ জন আহত হয়েছেন। বৌভাতের অনুষ্ঠান পণ্ড করার জন্য কনে পক্ষকে দায়ী করেন তিনি।

এদিকে, কনের বাবা নিদান প্রামাণিক অভিযোগ করে বলেন, অতিরিক্ত লোক আসেনি, কিন্তু অতিরিক্ত লোক এসেছে এমন কথা বলে ছেলে পক্ষের লোকজন আমাদের ওপর আক্রমণ করে, এতে তাদের ৩ জন আহত হয়েছে।

উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মোকলেছুর রহমান জানান, বৌভাতের অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বর-কনে পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

বর-কনে পক্ষের সংঘর্ষে আহত ১০
১৪ ডিসেম্বর ২০২৪ ২২:৩৭

আরো

সম্পর্কিত খবর