চুয়াডাঙ্গায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা, জনজীবনে দুর্ভোগ
১৫ ডিসেম্বর ২০২৪ ১২:৩২
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছে। হিমেল হাওয়ায় ওষ্ঠাগত হয়ে উঠছে এখানকার জনজীবন। প্রত্যেকদিন রাত থেকে শীতের তীব্রতা বেড়েই চলেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে হাঁড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।
জেলা জুড়ে মৃদু শৈত প্রবাহ বয়ে যাচ্ছে। শীতের প্রকোপে নাকাল এ জেলার জনজীবন। শীতে প্রাণীকুল রয়েছে বিপদে। শীত নিবারণ করা দুস্কর হয়ে পড়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
এ নিয়ে ১২, ১৪ ও ১৫ ডিসেম্বর ৩দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো এ জেলায়। গত ৩দিন ধরে তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রী সেলসিয়াস কমে গেছে। তবে গত ১৯ নভেম্বর হতেই এ জেলায় তাপমাত্রা কমা শুরু হয়।
তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান।
তিনি জানান, চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। সকালে শীত ও কুয়াশা কয়েক দিন অব্যাহত থাকবে। শীতের প্রকোপ আরও বেশী হবে বলে জানান তিনি।
গত ২৭ দিন থেকে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা কমছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকছে। এর ফলে জনজীবনে দূর্ভোগ বাড়ছে।
সারাবাংলা/এসডব্লিউ