Sunday 15 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২০:১৭

ডিসিসিআইয়ের সভাপতি তাসকীন আহমেদ।

ঢাকা: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন তাসকীন আহমেদ। বর্তমানে তিনি দেশের খ্যাতনামা শিল্প-প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োজিত রয়েছেন। একইসঙ্গে ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসাবে রাজীব এইচ চৌধুরী ও সহ-সভাপতি হিসাবে মো. সালিম সোলায়মান নির্বাচিত হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬৩তম বার্ষিক সাধারণ সভায় তাসকীন আহমেদকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ডিসিসিআইর নব-নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন- এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম ও সালমান বিন রশিদ শাহ সায়েম। ২০২৫ সালের জন্য নতুন কমিটির সভাই দায়িত্ব পালন করবেন।

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সভাপতি তাসকীন আহমেদ বর্তমানে বাংলাদেশের অন্যতম ও বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান। তার প্রতিষ্ঠানটি দেশে অটোমোবাইল, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ভোগ্যপণ্য খাতের ব্যবসার সাথে সম্পৃক্ত। তিনি ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি ও বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ডিসিসিআইর নব-নির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, ডিফেন্স ডায়নামিক্স এন্টারপ্রাইজ লিমিটেড, আর্কো কোল্ড স্টোরেজ লিমিটেড, ওয়াচেস ওয়ার্ল্ড লিমিটেড ও মাইক্রোসেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োজিত রয়েছেন। তার প্রতিষ্ঠানগুলো বাণিজ্য, রিটেইল, সরকারী এবং প্রতিরক্ষা খাতে ইন্ডেন্টিং, হিমাগার, তথ্য-প্রযুক্তি এবং সফ্টওয়্যার উন্নয়ন খাত সংশ্লিষ্ট ব্যবসায় সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে। তিনি লন্ডনে অবস্থিত ‘হুরন ইউনির্ভার্সিটি, ইউএসএ হতে এমবিএ এবং বিবিএ ডিগ্রী লাভ করেন।

বিজ্ঞাপন

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সহ-সভাপতি মো. সালিম সোলায়মান ম্যাসনস্ পলিমার কর্পোরেশন, লালবাগ মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চ্যাম্পিয়ন অ্যান্ড ম্যাসনস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং স্যামসন্স কর্পোরেশনের সত্ত্বাধিকারী। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ক্রয়-বিক্রয়, আমদানি ও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিশেষকরে পেট্রোকেমিক্যাল, রাবার কেমিক্যাল, খাদ্যপণ্য, ধাতব শিল্প ও দেশীয় বাণিজ্যের সাথে সম্পৃক্ত। তিনি ২০২৪ সাল এবং ২০০৬-২০০৮ মেয়াদে ডিসিসিআই’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ-থাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিটিসিসিআই) সহ-সভাপতি এবং কোরিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসেসিয়েশন-এর সক্রিয় সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন।

সারাবাংলা/ইএইচটি/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর