Tuesday 18 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বাস দুর্ঘটনায় ৩ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:১২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২০:১৫

কুমিল্লা: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে তিন যাত্রী নিহত হয়। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার ঘাংরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, দুপুরে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের তিন যাত্রী ঘটনা স্থলে নিহত হন। আহত হন আরও ১০ জন।

মিয়ারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সারাবাংলা/এসআর

বাস দুর্ঘটনা যাত্রী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর