কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সোহেল, সম্পাদক ইসরাইল
১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সম্মেলনে খালেদ সাইফুল্লাহ সোহেল সভাপতি ও মো. ইসরাইল মিয়া সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করা হয়। দীর্ঘ ২৭ বছর পর কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৯৯৭ সালে সম্মেলন হয়।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল। উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
সম্মেলনের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. ইসরাইল মিয়া।
এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মো. গাউস, রুহুল আমিন আকিল, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ, ইসমাইল হোসেন মধু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, সহ সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন আহমেদ রনক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ও জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা প্রমুখ।
সারাবাংলা/এসআর