Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন ওস্তাদ জাকির হুসেন

সারাবাংলা ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪ ২৩:১১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৫

প্রখ্যাত তবলা বাদক এবং সুরকার ওস্তাদ জাকির হুসেন

ঢাকা: প্রখ্যাত তবলা বাদক এবং সুরকার ওস্তাদ জাকির হোসেন আর নেই। রোববার (১৫ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

গণমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও বংশীবাদক রাকেশ চৌরাসিয়া।

এর আগে পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, হার্ট এবং ফুসফুস সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় দুই সপ্তাহ আগে তাকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থা খুবই সংকটাপন্ন এবং চিকিৎসকরা খুব একটা আশাবাদী নন। তার পুরো পরিবার এরই মধ্যেই ভারত থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে।

উল্লেখ্য, কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ আল্লাহ রাখার সন্তান উস্তাদ জাকির হোসেন ২০২৩ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছিল।

সারাবাংলা/এএসজি/পিটিএম

ওস্তাদ জাকির হুসেন টপ নিউজ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর