Sunday 15 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় মগবাজারে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন

স্টাফ রিপোর্টার
১৬ ডিসেম্বর ২০২৪ ০০:৩৮

ছুরিকাঘাত। প্রতীকী ছবি

ঢাকা: পূর্ব শত্রুতার জেরে রাজধানীর বড় মগবাজার এলাকায় ছুরিকাঘাতে রাকিব (২৪) নামে এক গার্মেন্টস কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার বড় মগবাজার মোড়ল গলিতে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত রাকিবের বন্ধু মো. সবুজ জানান, রাকিবের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে গাজীপুর চৌরাস্তা এলাকায় থাকে। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আজ গাজীপুর থেকে ঢাকায় মগবাজার নয়াটোলা এলাকায় তার খালার বাসায় বেড়াতে এসেছিল। রাতে খালার বাসা থেকে বের হয়ে হাতিরঝিল যাওয়ার সময় বড় মগবাজার মোড়ল গলিতে আবির (২২) নামে এক যুবক তার বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই এলাকার একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা সেখান থেকে রাকিবকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সবুজ আরও জানায়, রাকিবের সঙ্গে আবির নামে ওই যুবকের আগে থেকেই দ্বন্দ্ব ছিল। তার জের ধরেই রাতে একা পেয়ে আবিরকে ছুরিকাঘাত করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে মগবাজার এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ওই যুবককে ছুরিকাঘাত করা হয়েছিল। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ছুরিকাঘাত পোশাককর্মী খুন

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৪ ০০:২২

চলে গেলেন ওস্তাদ জাকির হুসেন
১৫ ডিসেম্বর ২০২৪ ২৩:১১

আরো

সম্পর্কিত খবর