Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাত্তরের বিজয়কে নিজেদের বলে দাবি মোদির

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪ ১২:৪৪ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৫:২৬

নরেন্দ্র মোদী

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের (ভারতের) যুদ্ধ বলে দাবি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে তার দেওয়া পোস্টে বাংলাদেশের নামই উল্লেখ করেননি তিনি।

মোদির দাবি, একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয় হয়েছিল।

সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এটি পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়ে’ অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পোস্ট।

এই পোস্টের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে আজ বাংলাদেশের বিজয় দিবসে বাংলাদেশের নাম উল্লেখ না করে এড়িয়ে গেছেন তিনি।

সারাবাংলা/ইআ

নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর