বিজয় দিবসে বীর শহিদদের প্রতি ডিআরইউর শ্রদ্ধা
১৬ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৯:০৮
ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ডিআরইউ নেতৃবৃন্দ ও সদস্যরা বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ডিআরইউ’র সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দফতর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, মো. সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম), ডিআরইউ সদস্য কামরুজ্জামান খান, আসাদুজ্জামান বিকু, আয়াতুল্লাহ আকতার, মো. আবু সায়েম ভূঁইয়া ও মোহা. আব্দুল লতিফ রানাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইউজে/এইচআই