Monday 16 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪ ২০:১০

আবার ইনজুরিতে ইয়ামাল

অভিষেকের পর থেকেই ইনজুরি তার পিছু ছাড়েনি। মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার কাণ্ডারি হয়ে ওঠা লামিন ইয়ামাল আবারও পড়লেন বড় ইনজুরিতে। লেগানেসের বিপক্ষে পাওয়া গোড়ালির চোটে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন ইয়ামাল।

লেগানেসের বিপক্ষে বার্সার অপ্রত্যাশিত হারের ম্যাচে চোট পেয়েছিলেন ইয়ামাল। সেই চোট নিয়েই ৭৫ মিনিট পর্যন্ত খেলা চালিয়ে গেছেন তিনি। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন ইয়ামাল। এই একই গোড়ালিতে ৬ নভেম্বর বেলগ্রেডের বিপক্ষে আঘাত পেয়েছিলেন ইয়ামাল। চোটের কারণে ৫ ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

একই জায়গায় চোটের কারণে এবারও লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ইয়ামাল, নিশ্চিত করেছে বার্সা, ‘পরীক্ষার পর দেখা গেছে ইয়ামাল তার গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছে। তাকে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে।’

চোটের কারণে ইয়ামাল মিস করবেন আগামী সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ লা লিগার ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও বার্সা ও অ্যাটলেটিকোর পয়েন্ট সমান ৩৮। যদিও অ্যাটিলেটিকো এক ম্যাচ কম খেলেছে।

এই ম্যাচের পর বিরতিতে যাবে লা লিগা। আগামী বছরের ৪ জানুয়ারি কোপা দেল রের ম্যাচে বারবাস্ত্রোর মুখোমুখি হবে বার্সা। এরপর ৮ জানুয়ারি সৌদিতে অনুষ্ঠিত স্প্যানিশ সুপারকাপের সেমিতে অ্যাটলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে লড়বে বার্সা। ১৮ জানুয়ারি গেটাফের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় ফিরবে বার্সা। সেই ম্যাচের আগেই হয়তো সুস্থ হয়ে উঠবেন ইয়ামাল।

এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ২১ ম্যাচে করেছেন ৬ গোল, আছে ১১টি অ্যাসিস্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বার্সেলোনা লা লিগা লামিন ইয়ামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর