Monday 16 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাট ও শুল্ক অব্যাহতি, কমবে ভোজ্য তেলের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ২২:৩২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২২:৩৩

জাতীয় রাজস্ব বোর্ড

ঢাকা: ভোজ্য তেলের বাজার সহনীয় রাখতে এবার সয়াবিন তেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) ভ্যাট ও শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেইসঙ্গে সানফ্লাওয়ার, ক্যানোলা তেলে ভ্যাট ও অগ্রিম কর কমানো হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) এনবিআর এ তথ্য জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সয়াবিনসহ বিভিন্ন তেলের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্তটি আজ (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।’

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সানফ্লাওয়ার তেল, অপরিশোধিত ক্যানোলা তেলের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে পরিশোধিত সয়াবিন ও পাম তেলে স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে। এছাড়া অপরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল এবং পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানি পর্যায়ে অগ্রিম কর অব্যাহতি সুবিধা পাবেন আমদানিকারকেরা।’

এনবিআর জানায়, সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম ওয়েল বিক্রয়ের ওপর স্থানীয় পর্যায়ে প্রদেয় মূল্য সংযোজন কর (মূসক) সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া সব পণ্যের আমদানি পর্যায়ে প্রদেয় মূসক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে এসব পণ্যের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূসক ছাড়া অন্য কোনো শুল্ক-করাদি অবশিষ্ট রইল না।

সানফ্লাওয়ার তেল ও কেনোলা তেলের কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, আগাম কর ও অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করায় এবং মূল্য সংযোজন কর হ্রাস করার ফলে এসব তেলের আমদানি ব্যয় লিটার প্রতি ৪০-৫০ টাকা কমবে।

বিজ্ঞাপন

এর আগে, ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। ফলে প্রতি লিটার বোতলের সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫৭ টাকা।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

কমলো ভোজ্য তেলে দাম টপ নিউজ ভ্যাট ও শুল্ক অব্যাহতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর