Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ফরম্যাটেই কোচের দায়িত্ব পেলেন স্যামি

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪ ১০:১৫

তিন ফরম্যাটে কোচ হলেন স্যামি

গত বছর ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। ড্যারেন স্যামি বাংলাদেশের বিপক্ষে চলা সিরিজের মাঝেই পেল আরেকটি সুখবর। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তিন ফরম্যাটেই দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন স্যামি।

২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের কোচের দায়িত্ব পান সাবেক অধিনায়ক স্যামি। ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ বিশ্বকাপ জেতানো স্যামির অধীনে বেশ ভালোই পারফর্ম করছে ক্যারিবিয়ানরা। ২০২৩ সালে স্যামির দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৮ ওয়ানডের ১৫টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ৭টি দ্বিপাক্ষিক সিরিজের ৪টিতেই জয় এসেছে। টি-২০তে ৩৫ ম্যাচের ২০টিতে এসেছে জয়। ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জিতেছেন তারা।

বিজ্ঞাপন

অন্যদিকে আন্দ্রে কোলির অধীনে টেস্টে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। ১১ টেস্টের মাঝে ৭টিতেই হেরেছে দল, সাথে আছে ২টি করে জয় ও ড্র। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাই কোলিকে সরিয়ে স্যামির হাতেই টেস্ট দলের দায়িত্ব দিচ্ছে।

তিন ফরম্যাটের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত স্যামি, ‘ওয়েস্ট ইন্ডিজকে যেকোনো ফরম্যাটে প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। যদিও আমি এই দায়িত্বটা প্রত্যাশা করিনি। এই চাকরিটায় আমি প্রতিনিয়তই শিখছি। নতুন দায়িত্ব পেয়ে আমি উচ্ছ্বসিত। আশা করি টেস্ট দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারব।’

স্যামি যদিও এখনই টেস্ট দলের দায়িত্ব বুঝে পাচ্ছেন না। আগামী এপ্রিলে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের কোচ হবেন স্যামি।

সারাবাংলা/এফএম

ওয়েস্ট ইন্ডিজ ড্যারেন স্যামি

বিজ্ঞাপন

জয় দিয়েই বিদায় বললেন সাউদি
১৭ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৮

আরো

সম্পর্কিত খবর