পর্তুগাল দূতাবাসের আয়োজনে বিজয় দিবস পালিত
১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৯
পর্তুগাল থেকে: পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) এই আয়োজনে অংশ নেন পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। এতে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। সেই আয়োজনে নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন প্রবাসী বাংলাদেশিরা।
আলোচনা সভায় মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ , রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা অংশ নেন। বক্তারা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ সব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন।
চার্জ ডি’অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ ও সম্ভ্রম হারানো মা-বোন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সমাপনী বক্তব্য দেন।
এ সময় তিনি বলেন, বিজয়ী দেশের মুক্ত পরিবেশে মানুষের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে গেছে। নতুন বাংলাদেশ জাতিকে আলোর পথে এগিয়ে নিতে কাজ করছে।
এর আগে, দিনের শুরুতে চার্জ ডি’অ্যাফেয়ার্স দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুরু করেন।
সারাবাংলা/এমপি