Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় চিডো
মায়োতে রাতভর কারফিউ জারি করছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪ ১৮:২০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২১:৫৪

ছবি: এপিনিউজ

ফ্রান্সের ভারত মহাসাগরীয় অঞ্চল মায়োতেতে ৯০ বছরে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো আঘাত হানার পর পরিস্থিতি স্বাভাবিক করতে অঞ্চলটিতে কাউফিউ জারি করেছে দেশটির সরকার।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এপিনিউজের প্রতিবেদনে এমনটিই জানানো হয়। কাউফিউ রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলমান থাকবে। আক্রান্ত এলাকায় সাহায্য পৌঁছাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত শনিবার পূর্ব আফ্রিকাসংলগ্ন ওই দ্বীপপুঞ্জের বিশাল অংশে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় চিডো। এতে পাহাড়ের ধারের শত শত বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে।

মায়োট হাসপাতালের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, এখন পর্যন্ত এ ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৪৮ জন গুরুতরসহ এক হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন। তবে শত শত লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এমনকি সংখ্যাটি কয়েক হাজারও হতে পারে।

মঙ্গলবার সকালে ফ্রান্স ইন্টার রেডিওতে মায়োটের আইনপ্রণেতা এস্টেল ইউসুফা জানান, ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করা কঠিন হয়েছে, বিশেষ করে যাদের নথিহীন অভিবাসীদের তথ্য সংগ্রহ করা কঠিন।

তিনি আরও বলেন, এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছেন নথিহীন অবিবাসীরা। কারণ তারা আশ্রয়কেন্দ্রে যেতে ভয় পায়।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শীঘ্রই মায়োতে পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি জাতীয় শোক ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল
১৭ ডিসেম্বর ২০২৪ ২১:৩৩

আরো

সম্পর্কিত খবর