ফিফা বর্ষসেরা
ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিয়াস
১৮ ডিসেম্বর ২০২৪ ০৬:১০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৭:২৮
গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করলেও ব্যালন ডি অর জেতা হয়নি তার। সেই আক্ষেপটা এবার কিছুটা হলেও ঘুচল ভিনিসিয়াস জুনিয়রের। রিয়াল মাদ্রিদের হয়ে অবিশ্বাস্য এক মৌসুম কাটানোর সুবাদে প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ভিনিসিয়াস।
বিভিন্ন দেশের কোচ, অধিনায়ক, সমর্থক ও সাংবাদিকদের ভোটে নির্বাচিত হন ফিফার বর্ষসেরা ফুটবলার। গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের উপর ভিত্তি করেই হয়েছে ভোটাভুটি। সেই ভোটে ম্যানচেস্টার সিটির রদ্রি ও রিয়ালের বেলিংহামকে হারিয়েছেন ভিনি। সব মিলিয়ে ৪৮ পয়েন্ট পেয়েছে সবার উপরে আছেন ভিনি। ৪৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন রদ্রি, বেলিংহাম পেয়েছেন ৩৭ পয়েন্ট।
২৪ বছর বয়সী ভিনিসিয়াস গত মৌসুমে রিয়ালের হয়ে জিতেছিলেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। সব টুর্নামেন্ট মিলিয়ে ভিনিসিয়াস করেছেন ২৪ গোল, অ্যাসিস্ট ছিল ১১টি।
ব্যালন ডি অরের অনুষ্ঠান বয়কট করে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল রিয়াল ও ভিনিসিয়াস। ফিফার বর্ষসেরার পুরস্কারের অনুষ্ঠানে অবশ্য এসেছিলেন দলের সবাই। সবার সামনেই তাই পুরস্কার উঁচিয়ে ধরেছেন ভিনি।
গত দুইবার এই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। তার আগের দুইবার এই খেতাব জেতেন রবার্ট লেভানডস্কি।
সারাবাংলা/এফএম