Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দামেস্কে পুনরায় দূতাবাস চালু করছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৩১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৬

দামেস্কে পুনরায় দূতাবাস চালু করছে ইইউ

সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী বাশার আল-আসাদের পতনের পর দেশটির নতুন নেতৃত্ব নিয়ে গঠনমূলক আলোচনার পর দামেস্কে ইইউ মিশন পুনরায় চালু ক্রতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ’র পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাস এই ব্যাপারে ঘোষণা দেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফ্রান্সের স্ট্র্যাসবার্গ থেকে এই খবর জানিয়েছে এএফপি।

ইইউয়ের শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস ইউরোপীয় সংসদে বলেন, ‘আমরা সিরিয়ায় আবার ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস খুলতে প্রস্তুত। আর আমরা এটি পুরোদমেই চালু করতে চাই। আমি মনে করি সিরিয়ায় আমাদের দূতাবাস পুনরায় খোলা খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’

ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার সিরিয়ার নেতাদের সঙ্গে যোগাযোগ করবে বলে জানিয়েছে। ফ্রান্স এদিন সিরিয়ার একদল কূটনীতিক পাঠায় সেখানকার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখার জন্য।

সারাবাংলা/এসডব্লিউ

ইউরোপিয় ইউনিয়ন দূতাবাস চালু সিরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর