Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় লতিফ রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১১:০০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১১:২৪

সাবেক সংসদ সদস্য এম এ লতিফ দুইদিনের রিমান্ডে। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আলমগীর হোসেন এ আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সহকারী পাবলিক প্রসিকিউটর (মহানগর আদালত) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সারাবাংলাকে জানিয়েছেন, গত ৪ আগস্ট নিউমার্কেট মোড়ে ছাত্র-জনতার সমাবেশে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে নগরীর কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি লতিফ। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা দশদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে দুইদিন মঞ্জুর করেছেন।

রিমান্ড আবেদনের শুনানিতে হাজিরের জন্য এম এ লতিফকে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

এম এ লতিফ চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ আগস্ট চট্টগ্রাম নগরী থেকে লতিফকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই বিকেলেই তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সারাবাংলা/আরডি/এমপি

আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর